হাওর বিষয়ক মন্ত্রণালয় গঠনের দাবিতে নেত্রকোনার মোহনগঞ্জে মানববন্ধন করেছে স্থানীয় জনসাধারণ। এ মানববন্ধনে দেশের উন্নয়নের স্বার্থে হাওর বিষয়ক মন্ত্রণালয় গঠন জরুরী বলে উল্লেখ করেন মানববন্ধনের বক্তারা।
রবিবার (৬ ডিসেম্বর) মোহনগঞ্জ পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে বেলা সাড়ে ১১টার দিকে মানববন্ধন করেন স্থানীয় জনসাধারণ।
এতে বক্তব্য রাখেন হাওর বিষয়ক মন্ত্রণালয় বাস্তবায়ন আন্দোলন ফোরামের কেন্দ্রীয় সভাপতি মো. ইকবাল হুসেন, মোহনগঞ্জ উপেজেলা কমিটির আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব এমদাদুল ইসলাম খোকন, সদস্য রেবেকা আক্তার রুবি, শফিকুল হক কামাল, আবু হেনা মোস্তফা কামাল চৌধুী সেতু, নূরুল হুদা, কালাম মোল্লা প্রমুখ।
মানববন্ধনে হাওর বিষয়ক মন্ত্রণালয় বাস্তবায়ন আন্দোলন ফোরামের মোহনগঞ্জ উপজেলা কমিটির সদস্য সচিব এমদাদুল ইসলাম খোকন বলেন, “হাওর অঞ্চলে প্রচুর খনিজ সম্পদ রয়েছে। এই অঞ্চলে এলাকায় প্রচুর পরিমাণে পাথর, বালু, চুনা পাথর, সাদা মাটি, কাচ বালি, স্বর্ণসহ বিভিন্ন খনিজ সম্পদ থাকার পরও এই অঞ্চলটি দেশের অবহেলিত একটি জনপদ হয়ে আছে। এমনকি অনেক গ্রামে কোন প্রাইমারি স্কুল নাই। এই অবস্থা থেকে আমরা উত্তরণ চাই।”
মোহনগঞ্জ উপেজেলা কমিটির আহ্বায়ক ওমর ফারুক তার বক্তব্যে বলেন, “ অবহেলিত এই অঞ্চলের দিকে একটু মনোযোগ দিলে এই দেশ অর্থনৈতিকভাবে অনেক এগিয়ে যাবে।’
ফোরামের কেন্দ্রীয় সভাপতি মো. ইকবাল হুসেন বলেন, “ এই জনপদ অনেক পিছিয়ে আছে। আমরা আর পিছনে পড়ে থাকতে চাই না। পার্বত্য চট্টগ্রামের মতো এখানেও হাওর বিষয়ক মন্ত্রণালয়ের দাবি জানাচ্ছি।“
মানববন্ধনে বক্তারা নির্দিষ্ট দূরত্বে প্রাথমিক , মাধ্যমিক ও কলেজ স্থাপন, মা ও শিশুর স্বাস্থ্য সেবা কেন্দ্র স্থাপন, হাওরে পর্যনট কেন্দ্র গড়ে তোলাসহ এসব অঞ্চলের মানুষের শিক্ষা, অর্থনীতিসহ সামগ্রিক জীবন মান উন্নয়নে ৮ দফা দাবি তুলে ধরেন।
পরে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি জমা দেন মানববন্ধন আয়োজকরা।
এ সময় মোহনগঞ্জ সাধারণ পাঠাগারের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান নান্টু শিক্ষক মো. আবদুর রব খান ঠাকুর, সাংস্কৃতিক সংগঠন সূর্যমূখী থিয়েটারের প্রধান হাবিবুর রহমান হানিফ, শিক্ষার্থীসহ এলাকার কয়েকশ মানুষ উপস্থিত ছিলেন।
Leave a Reply