সিনেমার নায়কদের মৃত্যু নেই। একশ বিশ তলা থেকে লাফ দিলেও ঘোড়ার পিঠে তুলোর গদিতে পড়ে এবং টক টক করে ঘোড়া চালিয়ে চলে যায়। এক হাজার গুন্ডা আগ্নেয় অশ্র নিয়ে আক্রমণ করলেও নায়কের শরীরে কোন আঘাত লাগেনা। লাগলেও তার মৃত্যু হয়না।
বর্তমানের হিট সিনেমা মানেই একশান প্রধান সিনেমা। নায়ক বিশাল শক্তিধর। সে বিপদে নায়িকাকে উদ্ধার করে, পরিবারকে রক্ষা করে এবং সকল অন্যায়ের প্রতিবাদ করে। তাই তরুণরা নায়কদেরকে আদর্শ মনে করে এবং অনেকেই তাদের মত হতে চায়।
বাস্তবতা হল জীবন সংগ্রামে প্রতিটি মানুষই নায়ক- নায়িকা। প্রত্যেকেরই আছে জীবনের গল্প । সে গল্প ঠিক সিনেমার গল্পের মত নয়, আবার অনেক গল্প আছে যা সিনেমাকেও হার মানায়। এ গল্পে আছে কঠোর পরিশ্রম, বেঁচে থাকা আর টিকে থাকার তুমুল লড়াই, মেধা আর বুদ্ধির তীব্র প্রতিযোগিতা, ভাল আর মন্দের দ্বন্দ্ব। আদর্শ আর অনাদর্শের সংগ্রাম। এখনে সংগ্রাম আছে, লড়াই আছে, তবে সচরাচর তা সিনেমার শারীরিক মারামারির মত নয়। এই সংগ্রাম পরিশ্রম, মেধা, দক্ষতা আর আদর্শের। এখানে ভুল করলে বা ভুল পথে পা বাড়ালে এর খেসারত দিতে হয় সারা জীবন। এখানে চলতে হয় অতি সতর্কতার সাথে। যে তার মেধা, পরিশ্রম ও দক্ষতা দিয়ে সব কিছু অতিক্রম করতে পারে এবং মানুষকে সত্য, সুন্দর ও কল্যাণের পথ দেখায় সেই প্রকৃত নায়ক। যুগে যুগে তারাই সমাজ ও পৃথিবীকে বদলে দেয়। তাদেরও মৃত্যু হয় না।
লেখক: মো. মজিবুর রহমান, কর্মকর্তা, শিক্ষা-মন্ত্রণালয়।
Leave a Reply