নিজস্ব প্রতিবেদক
কবরে ফুলেল শ্রদ্ধা, অনলাইন আলোচনা এবং ঢাকা-১৮ আসনের সকল মসজিদে মিলাদ মাহফিলের মাধ্যমে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য, সাবেক মন্ত্রী এডভোকেট সাহারা খাতুনের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আজ শুক্রবার ১০ টায় বনানী কবর স্থানে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট। জোটের কার্যকারী সভাপতি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী রফিকুল আলম, জোটের সহ-সভাপতি শেখ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ শ্রদ্ধা নিবেদনকালে ছিলেন । এরপর ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানা শ্রদ্ধা নিবেদন করেন। সাহারা খাতুনের আমৃত্য স্মৃতি বিজড়িত (ঢাকা-১৮) আসনের বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ হাবীব হাসান বিকালে বনানী কবরস্থানে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। পরে তার নেতৃত্বে ওই আসনের অন্তর্ভূক্ত সকল মসজিদে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া বিকালে সাহারা খাতুনের জীবন ও কর্মের ওপর তার রাজনৈতিক সহকর্মীরা আলোচনা করেন। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানার উদ্যোগে অনুষ্ঠিত এই আলোচনায় ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, আওয়ামী লীগ নেতা নজিবুল্লাহ হিরু, মহানগর আওয়ামী লীগ নেতা শাহে আলম মুরাদ প্রমুখ।
২০২০ সালের ৯ জুলাই সাহারা খাতুন থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। সাহারা খাতুন নবম, দশম ও একাদশ জাতীয় সংসদের সদস্য ছিলেন।
Leave a Reply