বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে ফেসবুক লাইভে এসে রামদা হাতে হত্যার হুমকিদাতা মহসিন তালুকদারকে আটক করেছে র্যাব। সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলা থেকে মঙ্গলবার (১৭ নভেম্বর) তাকে আটক করে র্যাব।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে উদ্দেশ্য করে রাম দা উচিয়ে হত্যার হুমকি প্রদান করে মহসিন তালুকদার নামের এই ব্যক্তি। ২১ মিনিটেরও বেশি সময়ের সেই লাইভ ভিডিওতে সাকিবকে উদ্দেশ্য করে অকথ্য গালিগালাজ করে সে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।
বিষয়টি নিয়ে সোমবার (১৬ নভেম্বর) রাতে উপপরিদর্শক মাহবুব মোর্শেদ বাদী হয়ে হুমকিদাতা মহসিন তালুকদারকে আসামি করে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।
মহসিন তালুকদার সিলেট সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়নের শাহপুর তালুকদারপাড়া গ্রামের আজাদ বক্স তালুকদারের ছেলে।
সম্প্রতি সাকিব আল হাসান একটি অনুষ্ঠানে অংশ নিতে কলকাতায় যান। সেখানে একটি পূজা মণ্ডপে তাকে প্রদীপ জ্বালাতে দেখা যায়। এই ঘটনার ব্যাখ্যাও দিয়েছেন সাকিব আল হাসান গতকাল ইউটিউবে একটি ভিডিও আপলোড করে। সেই সাথে সবার কাছে আন্তরিক দুঃখপ্রকাশ এবং ক্ষমা চেয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
Leave a Reply