খুশকির সমস্যায় ভোগেন কমবেশি সবাই। শীতকালে এই সমস্যা অনেক বেড়ে যায়। খুশকির হাত থেকে বাঁচতে অনেক কিছুই ব্যবহার করে থাকেন অনেকে। নানা ধরণের শ্যাম্পু, প্রাকৃতিক কতকিছু। কিন্তু খুশকি তাড়ানো আর হয়ে উঠে না। তবে সঠিক উপায়ে ঘরোয়া কিছু পদ্ধতিতে খুব সহজেই খুশকি ধুর করা সম্ভব।
টকদই-নিমপাতা: প্রথমেই নিমপাতা ধুয়ে ভালোভাবে বেটে নিতে হবে। বাটা নিমপাতায় পরিমাণ মতো টক দই মিশিয়ে নিন। ভালোভাবে মিশিয়ে পেস্ট তৈরি করুন। এরপর চুলে সম্পূর্ণভাবে মেখে ২০ মিনিট রাখুন। এরপর মাথা ধুয়ে ফেলুন। নিমের মধ্যে থাকা অ্যান্টিফাঙ্গাল উপাদান খুশকি দূর করতে সাহায্য করে অনেক।
লেবু: চুলের খুশকি দূর করতে লেবুর রস বেশ উপকারী। লেবুর রসে থাকা অ্যাসিড ফাঙ্গাস নষ্ট করতে অধিক কার্যকরী। একটি কাপে লেবুর রস নিন। এর সাথে সমপরিমাণ পানি যোগ করুন। এবার মাথায় লাগিয়ে কয়েক মিনিট অপেক্ষা করুন। খুশকি মুক্ত না হওয়া অবধি এটি নিয়মিত ব্যবহার করতে থাকুন।
লেবু ও ডিম:লেবু দিয়ে খুশকি দূর করার আরেকটি উপায় হলো ডিম যোগ করা। একটি পাত্র নিয়ে তাতে দুইটি ডিমের সাদা অংশ নিন। এর সাথে বড় আকারের একটি লেবুর রস মিশিয়ে নিন। চুলে ভালোভাবে মাখিয়ে আধ ঘণ্টা রেখে দিন। এরপর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। খুশকি দূর করতে ঘরোয়া এই পধদতি বেশ কার্যকরী।
আমলকী: চুলের উপকারিতায় আমলকীর গুণ সম্পর্কে অনেকেরই জানা। প্রথমে আমলকী গুঁড়ো করে নিন। এরপর এর সাথে পরিমাণমতো পানি মিশিয়ে পেস্ট তৈরি করুন। ১০-১২টা তুলসি পাতা অল্প পানিতে ফুটিয়ে নিন। এরপর তা পেস্টের সাথে মিশিয়ে নিন। মিশে গেলে চুলের গোড়ায় মেখে নিন ভালভাবে। আধ ঘণ্টা বাদে ধুয়ে ফেলুন। এতে খুব সহজেই খুশকি দূর হয়ে যাবে।
Leave a Reply