বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে রাম দা দেখিয়ে হত্যার হুমকি দিয়েছে মহসিন তালুকদার নামক এক ব্যক্তি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে হাতে খোলা অস্ত্র নিয়ে সাকিব আল হাসানকে হত্যার হুমকি দেন এ ব্যক্তি।
গত শনিবার রাতে ফেসবুকে এসে সিলেট সদর উপজেলার শাহপুর তালুকদারপাড়ার মহসিন তালুকদার লাইভে এসে সাকিবকে হত্যার হুমকি দেন।
অতি সম্প্রতি বিশ্বক্রিকেটের বরপুত্র সাকিব আল হাসান কলকাতা গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের এক ধর্মীয় অনুষ্ঠান উদ্বোধন করায় তার প্রতি বিক্ষুব্ধ হন মহসিন। লাইভে তিনি রাম দা দেখিয়ে সাকিবকে কুপিয়ে টুকরো টুকরো করার হুমকি প্রদান করেন। তার প্রতিটি বাক্যের মধ্যে ছিল সাকিবকে অকথ্য ভাষায় গালিগালাজ। ভিডিওর মধ্যে নিজের পরিচয়ও প্রকাশ করেন মহসিন। এরপর তিনি বলেন দরকার পড়লে সাকিবকে হত্যা করতে হেটেই ঢাকা রওয়ানা হবেন।
লাইভে মহসিন তালুকদার হেফাজতে ইসলামের যুগ্ম সাধারণ সম্পাদক আল্লামা মামুনুল হক ও জনপ্রিয় বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারীর কাছে সাকিবের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার অনুরোধ জানান।
এরপর আবার লাইভে আসেন মহসিন রবিবার ভোড় ৬টা ৪ মিনিটে। রাতের উত্তেজিত ভিডিওর জন্য দুঃখ প্রকাশ করে সাকিবকে জাতির কাছে ক্ষমা চাইতে বলেন তিনি।
এ সময় তিনি বলেন, কারও চাপে এখন এ ভিডিওটি করছেন না, বরং সাকিবকে একটা সুযোগ দেওয়ার জন্য এবং তার মতো বাকি সব সেলিব্রেটিদের সঠিক পথে চলার বার্তা দিতে আবার লাইভ করছেন তিনি।
প্রতিবেদনটি লেখার সময় দেখা গেছে মহসিন তালুকদারের আইডি থেকে হত্যার হুমকি দেওয়া ভিডিওটি সরিয়ে নেওয়া হয়েছে। তবে পরে ক্ষমা চাইতে বলা ভিডিওটি এখনো আছে।
এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্ল্যাহ তাহের গণমাধ্যমকে বলেন, ‘বিষয়টি আমরা মাত্রই অবগত হলাম। সাইবার ফরেনসিকের কাছে ভিডিও লিঙ্কটি হস্তান্তর করা হয়েছে। আমরা অনুসন্ধান শুরু করেছি। দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
Leave a Reply