বিজ্ঞান,মানবিক ও ব্যবসায় শিক্ষার মতো আলাদা বিভাগ থাকছে না মাধ্যমিকের নতুন শিক্ষাক্রমে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। সব শিক্ষার্থীই একই ধরণের শিক্ষা নিয়ে দশ বছরের পাঠক্রম শেষ করবে।
শিক্ষামন্ত্রী দীপু মনি গতকাল বৃহস্পতিবার ( ১৯ নভেম্বর) মাদ্রাসা শিক্ষা বোর্ড বিল পাসের জন্য সংসদে তোলেন।এ সময় এসব কথা জানান মন্ত্রী।
মন্ত্রী সংসদকে জানান, নতুন এ শিক্ষাক্রম ২০২২ সাল থেকে কার্যকর করা হবে।
এরপর জাতীয় সংসদে ‘বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড বিল-২০২০’ পাস হয়। এরফলে সামরিক শাসনামলে প্রণীত মাদ্রাসা শিক্ষা অধ্যাদেশ বাতিল হয়ে গেল। বিরোধী দলের সদস্যদের দেওয়া জনমত যাচাই–বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনী প্রস্তাবগুলোর নিষ্পত্তি শেষে কণ্ঠভোটে বিলটি পাস হয়।
এত দিন ১৯৭৮ সালের অধ্যাদেশ অনুসারে মাদ্রাসা শিক্ষা বোর্ড চলছিল। উচ্চ আদালতের নির্দেশনা অনুসারে সামরিক শাসনামলে প্রণীত যেসব আইন বা অধ্যাদেশের এখনো প্রয়োজন রয়েছে, সেগুলোকে পরিমার্জন করে বাংলায় রূপান্তরের বাধ্যবাধকতা রয়েছে। সে জন্য এ আইন করা হচ্ছে।
Leave a Reply