গত কয়েকদিন ধরেই সারা বিশ্বে মহানবী হযরত মুহাম্মদ (সা) কে নিয়ে অবমাননার প্রতিবাদ হচ্ছে। ফ্রান্সের ঘটনায় সারা বিশ্বের মুসলমানদের মনে আঘাত লেগেছে। মহানবী হযরত মুহাম্মদ (সা) কে উদ্দেশ্য করে ব্যঙ্গচিত্র প্রদর্শনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন অনেকেই। দেশটির পণ্য বয়কটের ঘোষণা দিয়েছেন বিশ্বের অনেক মুসলমান।
বাংলাদেশ থেকেও জানানো হচ্ছে প্রতিবাদ। এবার প্রতিবাদে অংশ নিলেন শোবিজ তারকারাও।
বাংলাদেশের নাট্যাঙ্গনের জনপ্রিয় মুখ অভিনেত্রী তানজিন তিশা নিজের ভেরিফায়েড ফেসবুকে ফ্রান্সের ঘটনার নিন্দা জানিয়ে পোস্ট করেছেন।
রবিবার (১ নভেম্বর) তিনি একটি স্ট্যাটাসের মাধ্যমে এই প্রতিবাদ জানান। তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন- “আমরা যারা মুসলিম ঘরের সন্তান, মুসলমান আমাদের বোধ হবার পর থেকেই একজন মানুষকে অনেক ভালোবাসি তিনি হলেন আমাদের প্রিয় নবী এবং রাসুল হযরত মুহাম্মদ ( সা. ) । আল্লাহ নিজে যাকে সর্বোচ্চ সম্মান এবং মর্যাদা দিয়েছেন কেউ তাঁর সম্মান এবং মর্যাদা একটুও ক্ষুণ্ণ করতে পারে বলে আমি বিশ্বাস করি না। আমার এই পোস্টের মাধ্যমে বিশ্বব্যাপী নবী করিম ( সা.) কে নিয়ে ব্যঙ্গ, বিদ্রুপ এবং সকলপ্রকার অপপ্রচার এবং মিথ্যাচারের প্রতিবাদ জানাই ।”
জনপ্রিয় এই অভিনেত্রীর পোস্ট দেওয়ার পর একমত পোষণ করেছেন তার ভক্তরা। সেখানে সহমত ও সাধুবাদ জানিয়ে মন্তব্য করেছেন অনেক মানুষ।
Leave a Reply