এ বছর পদার্থ বিজ্ঞানে নোবেল দেওয়া হচ্ছে ব্ল্যাকহোল নিয়ে গবেষক তিন বিজ্ঞানীকে। মঙ্গলবার (৬ অক্টোবর) রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ী হিসেবে তিনজনের নাম ঘোষণা করে।
বিশ্বের সবচেয়ে মর্যাদাকর এই পুরস্কার পাচ্ছেন যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের রজার পেনরোজ, জার্মানির ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট ফর এক্সট্রাটেরিস্ট্রিয়াল ফিজিকস ও যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের রেইনহার্ড গেনজেল এবং ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের আন্দ্রে গেজ।
নোবেল কমিটি জানায়, ‘ব্ল্যাকহোল আপেক্ষিকতা তত্ত্বের একটি শক্তিশালী ধারণা’ শীর্ষক আবিষ্কারটির জন্য পুরস্কার পাচ্ছেন রজার পেনরোজ। তিনি এই পুরস্কারের অর্ধেক পাবেন। মিল্কিওয়ে ছায়াপথের কেন্দ্রে বড় ধরনের একটি কৃষ্ণগহ্বরের অস্তিত্ব আবিষ্কারের কারণে পুরস্কারের বাকি অর্ধেক পাবেন রেইনহার্ড গেনজেল ও আন্দ্রে গেজ।
এই পুরস্কারের মোট মূল্যমান ১ কোটি সুইডিশ ক্রোনার ( প্রায় ১১ লাখ ২৩ হাজার মার্কিন ডলার)।
Leave a Reply