মানসম্মত খাবার পরিবেশন না করা, অপরিষ্কার ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে পঞ্চগড়ের বোদা উপজেলায় ১০টি হোটেল ও রেস্টুরেন্টকে প্রায় ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
জানা গেছে, মঙ্গলবার (১৭ নভেম্বর) উপজেলা সদরের বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্টে দুপুর থেকে সন্ধ্যা অবধি অভিযান চালিয়ে এ জরিমানা করেন বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সলেমান আলী।
ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, জেলা প্রশাসনের পক্ষ থেকে করোনার এই সময়ে মানুষকে সচেতন করতে ভ্রাম্যমান আদালত পরিচালনার নির্দেশ এসেছে। এরই প্রেক্ষিতে মঙ্গলবার এই অভিযান চালানো নহয়েছে।
অভিযান পরিচালনার সময় ক্রেতা-বিক্রেতা ও সাধারণ মানুষকে করোনার বিষয়ে সচেতন করা হয় এবং সর্বসাধারণকে সচেতন করতে সকাল থেকে মাইকিং করা হয় পুরো উপজেলায়।
Leave a Reply