বনানী কবরস্থানে শেষ নিদ্রার স্থান নির্ধারিত হয়েছে বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী যাকেরের। এর আগে সকাল ১১টার দিকে তার মরদেহ নিয়ে আসা হয় আগারগাঁও মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে। সেখানে তাঁকে রাষ্ট্রীয় সম্মান জানানোর পাশাপাশি সংস্কৃতি অঙ্গনের মানুষদের শ্রদ্ধা জানানো হয়।
এখান থেকেই বনানীর উদ্দেশে তার মরদেহ নিয়ে যাওয়া হয়। জানাজা শেষে বনানী কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়।
মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে। এরপর বীর মুক্তিযোদ্ধা আলী যাকেরকে রাষ্ট্রীয় সম্মান গার্ড অব অনার প্রদান করা হয়।
এরপর একে একে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টিরা, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, আওয়ামী লীগ, বাংলাদেশ যুব ইউনিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট, ছায়ানট, থিয়েটার, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় তাকে।
শুক্রবার (২৭ নভেম্বর)ভোরে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বরেণ্য এই সাংস্কৃতিক ব্যক্তিত্ব। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।
গত শতকের সত্তর থেকে নব্বইয়ের দশকে মঞ্চ আর টেলিভিশনে দাপুটে অভিনয়ের জন্য দর্শক হৃদয়ে স্থায়ী আসন নিয়ে আছেন একুশে পদকপ্রাপ্ত এই অভিনেতা।
Leave a Reply