নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের ২৩তম বাজেট পেশ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়ে এক আনন্দ শোভাযাত্রা করেছে কৃষকলীগ। বৃহস্পতিবার বিকালে ২৩ বঙ্গবন্ধু এভিনিউ বাংলাদেশ আওয়াম লীগ কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রা পরবর্তী আলোচনা সভায় কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ শেখ হাসিনা ও অর্থমন্ত্রী সহ সরকারের সকল স্তরের নেতৃবৃন্দ ও কর্মকর্তাকে গণমুখী বাজেট পেশ করায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। এসময় তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার করোনাকালীন সময়েও ২০২১-২২ অর্থ বছরের বাজেটে প্রান্তিক কৃষকদের জন্য ৯৫০০ কোট টাকা ভর্তূকি রেখে প্রমাণ করেছেন শেখ হাসিনাই সাম্প্রতিক সময়ের কৃষকদরদী নেত্রী। তিনি সরকারের পাশাপাশি উক্ত ভর্তূকীর টাকা সঠিকভাবে কৃষকের মাঝে পৌছানোর জন্য সরকারের কৃষি বিষয়ক কমিটিগুলিতে স্থানীয় কৃষক সংগঠনের প্রতিনিধিদের অন্তর্ভূক্ত করার জোর দাবী জানান। তিনি বলেন, শেখ হাসিনা সরকার ক্ষমতায় বলেই কৃষককে আজ সারের জন্য জীবন দিতে হয়না এবং কৃষকবান্ধব গণমুখী বিল পেশ হয়। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে বাংলার কৃষক শান্তিতে ঘুমাতে পারে, শেখ হাসিনা’র নেতৃত্বে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের জিডিপি উর্ধমুখী থাকে।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষক লীগের সহ-সভাপতি কৃষিবিদ ডা. মোঃ নজরুল ইসলাম, কৃষিবিদ সাখাওয়াত হোসেন সুইট, মোঃ আবুল হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু, সাংগঠনিক সম্পাদক এ্যাড. গাজী জসিম উদ্দিন, আসাদুজ্জামান বিপ্লব, কৃষিবিদ ড. হাবিবুর রহমান মোল্লা, সৈয়দ সাগিরুজ্জামান শাকীক, নূরে আলম সিদ্দিকী হক, হিজবুল বাহার রানা, দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা, সম্পাদক মন্ডলীর সদস্য লায়ন মোঃ আহসান হাবীব, আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন আলমগীর, সৈয়দ শওকত হোসেন সানু, নুরুল ইসলাম বাদশা, সামিউল বাসির বিন হোসেন, এ্যাড. শেখ জামাল হোসেন মুন্না, সদস্য কৃষিবিদ ডা. কমল কান্তি মজুমদার, শাহজাহান আলী, ঢাকা মহানগর দক্ষিণ কৃষক লীগের সভাপতি আলহাজ্ব আব্দুস সালাম বাবু, ঢাকা মহানগর উত্তর কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ হালিম খান, ঢাকা জেলা দক্ষিণের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, ঢাকা জেলা উত্তরের আহ্বায়ক মহসিন করিম, সদস্য সচিব আহসান হাবীব ও কেন্দ্রীয় জাতীয় পরিষদের সদস্য ওমর ফারুক, মোতাহের হোসেন বাবুল, শফিকুল ইসলাম মিন্টু, জেসমিন আক্তার প্রমূখআনন্দ শোভাযাত্রাটি ঢাকা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় কৃষক লীগ কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
Leave a Reply