একরাতের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়ে গেছে ২৫-৩০ টাকা। বাংলাদেশে পেঁয়াজ রপ্তানির ঘোষণা দিয়েছে পাশের দেশ ভারত। আকস্মিক এই ঘোষণার খবর ছড়িয়ে পড়ার কিছুক্ষণের মধ্যেই খুচরা বাজারে বেড়ে গেছে এই মশলার দাম।
একদিন আগে পেঁয়াজের দাম ছিল ৬০-৭০ টাকা। একরাতের ব্যবধানে তা এখন বিক্রি হচ্ছে ৯৫-১০০ টাকায়। এই অবস্থায় ক্রেতারা পড়েছেন বেশ নাজুক অবস্থায়। কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে জানাচ্ছেন ক্ষোভ।
বাজার করতে আসা আব্দুর রউফ জানালেন, ‘একদিনে কীভাবে দাম বাড়ে পেঁয়াজের ? ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধের কথা বললেও বাজারে আগের পেঁয়াজ আছে। আগের মতো সিন্ডিকেট করে দাম বাড়াচ্ছে ব্যবসায়ীরা। সরকারি অভিযান পরিচালনা করা প্রয়োজন। ’ বিক্রেতারা বলছেন, পেঁয়াজের সংকটই বাজারে দাম বাড়িয়ে দিয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এসব চিত্র লক্ষ্য করা গেছে। বাজার ঘুরে দেখা গেছে, রামপুরা, শান্তিনগর, মালিবাগ, ফকিরাপুর, খিলগাঁও মতিঝিল কলোনি বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯৮-১০০ টাকা কেজিতে। গত দুইদিন আগেও এইসব পেঁয়াজ ৬০-৬৫ টাকায় বিক্রি হয়েছে।
কদিন আগে বাণিজ্য মন্ত্রী টিপু মুনশী বলেছেন, এই বছর রেকর্ড পরিমাণ পেঁয়াজ আমদানী করবে সরকার।
Leave a Reply