আন্তর্জাতিক ডেস্ক
সঞ্চালক ও অভিনেতা মীর মীর পড়লেন আরেক জটিলতায়। একটি চ্যানেলের হয়ে পুজোর বিজ্ঞাপন শুট করছিলেন তিনি। তারই সাজ পাজামা-পাঞ্জাবি ও জহর কোট। এরপর এটা নিয়ে তিনি
মজা করে ফেসবুকে লিখেন ‘ধীরে ধীরে পুজো মুডে ঢুকছে দেখো কে…!’ এরপরেই শুরু হয় বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় আসতে শুরু করে গালাগালি, অশালীন মন্তব্য। একজন মুসলিম কেন হিন্দুদের পোশাক পড়বেন? এ নিয়েই মূলত বিতর্ক শুরু। বলা হয়, ইদের সময় আপনার তো এত আদিখ্যেতা দেখি না! এখানেই শেষ নয় রেহাই দেওয়া হয়নি মীরের মা-বাবাকেও। বাবা-মাকে নিয়ে গালাগালি শুরু হয়।
গণমাধ্যমে মীরের মন্তব্য, ‘আবহ এর জন্য দায়ী। দায়ী এখনকার মানসিকতা। দায়ী অসহিষ্ণুতা। যা ছারিয়ে গিয়েছে ছোট থেকে বড়, সবার মধ্যে। যার জেরে সব কিছুতেই খুঁতখুঁতামি। সবেতেই বিরক্তি। এবং মনপসন্দ কোনও কিছু না হলেই ‘বুলিং’, ‘ট্রোলিং’। আমিও শিষ্টতা মেনে এর জবাব দিয়েছি। যদিও সবাই বলেন, এ সব উপেক্ষা করাই ভাল।’
##
Leave a Reply