দীর্ঘ ৫ বছর পর নেপালের বিরুদ্ধে জয় পেল বাংলাদেশ। শুক্রবার (১৩ নভেম্বর) ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে নেপালের বিপক্ষে ২-০ গোলে জয় লাভ করে লাল সবুজের দল। এ জয়ের মধ্য দিয়ে মুজিব বর্ষ উপলক্ষে আয়োজিত সিরিজে এগিয়ে রইলো বাংলাদেশ।
শুক্রবার সন্ধ্যায় শুরু হওয়া ম্যাচটি ছিল করোনা পরিস্থিতি শুরু হওয়ার পর প্রথম ফুটবল ম্যাচ। দীর্ঘ আট মাস পর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গড়াল ফুটবল।
শুরু থেকেই একটু ধীরে সুস্থে খেলতে থাকে দুই দলই। অবশ্য মাঝমাঠের দখল নিতে বেশিক্ষণ লাগেনি জেমি বাহিনীর। দুই উইং থেকে একের পর এক আক্রমণ শুরু করে মাণিক-সাদরা।
খেলার ১০ মিনিটের মাথায় প্রথম গোল করে বাংলাদেশ। সাদের অ্যাসিস্ট থেকে গোল করেন নাবিব নেওয়াজ জীবন। বাংলাদেশ এগিয়ে যায় ১-০ গোলে। দর্শকে পূর্ণ বঙ্গবন্ধু স্টেডিয়ামে তখন উল্লাস আর উল্লাস।
বিরতির পর আক্রমণে জোর দেয় নেপাল। কিন্তু জেমির কৌশলের কাছে পেরে উঠেননি মাহারজন। অনেক চেষ্টা তদবির করেও জিকোকে ফাঁকি দেওয়া সম্ভব হয়নি নেপালের খেলোয়াড়দের পক্ষে।
উলটো প্রতি আক্রমণ থেকে দলকে দ্বিতীয়বারের মতো এগিয়ে দেন মাহবুবুর রহমান সুফিল। ২-০ এর জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। ১৭ নভেম্বর দ্বিতীয় ম্যাচে নেপালের মুখোমুখি হবে স্বাগতিকরা।
Leave a Reply