টানা কয়েকদিন ভারতীয় সীমান্তে আটকে থাকায় আমদানি করা ভারতীয় পেঁয়াজের অধিকাংশই পচে গেছে। হিলি স্থলবন্দরে অনেক পাইকার এলেও পচে যাওয়ার কারণে কিনছেন না পেঁয়াজ। এর ফলে লোকসানের ঝুঁকিতে পড়েছেন ব্যবসায়ীরা। অন্যদিকে, এখনও কয়েকশো পেঁয়াজবাহী ট্রাক আটকে আছে সীমান্তের ওপারে।
ভারতের পেঁয়াজ রপ্তানীতে নিষেধাজ্ঞার ফলে বন্ধ হয়ে যায় ভারত থেকে পেঁয়াজ আমদানী। তবে কয়েকশো ট্রাক সীমান্তে আটকে থাকায় এগুলো বাংলাদেশে আসার অনুমতি দেয় ভারত সরকার। পেয়াজভর্তি এসব ট্রাক নিষেধাজ্ঞার আগে এলসি করা ও এলসির বিপরীতে টেন্ডার করা।
ব্যবসায়ীদের কাছ থেকে জানা যায়, সীমান্তের ওপারে এখনও অনুমতির অপেক্ষায় আছে প্রায় দেড় শতাধিক ট্রাক। তবে কয়েকদিন ট্রাকের ভেতরে থাকায় গরমে এসব পেঁয়াজ নষ্ট হয়ে যাচ্ছে বলে জানাচ্ছেন তারা। লাখ লাখ টাকা খরচ করে আনা এসব পেঁয়াজ এখন কেউ কিনতেও চাইছে না।
এসব নষ্ট পেঁয়াজ গুদামের বাইরে রেখে দেওয়ায় দুর্গন্ধে মানুষের চলাচলেও বেশ সমস্যা হচ্ছে জানালেন স্থানীয়রা। বেশিরভাগ পেঁয়াজই পচে পানি বের হয়ে গেছে।
অনেক আমদানীকারক ক্ষোভ জানালেন, দুই দেশের সরকারকেই ট্যাক্স দেওয়ার পরও প্রায় সময়ই এমন বিপাকে পড়তে হয় তাদের।
বেনাপোল, ভোমরা ও সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ঢকার অপেক্ষায় আছে এখনো কয়েকশো পেঁয়াজ বোঝাই ট্রাক।
Leave a Reply