নেপালের বিপক্ষে ৫ বছর পর জয় পেল বাংলাদেশ। করোনার দীর্ঘ বিরতির পর বাংলাদেশের ফুটবল অঙ্গনে আবারও সুবাতাস বইতে আরম্ভ করেছে। দীর্ঘ বিরতির পর মাঠে নেমেই জয়ের দেখা পাওয়ায় বড় অংকের অর্থ পুরস্কার পাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।
দুর্দান্ত এই জয় এনে দেওয়ায় বাংলাদেশ দলের জন্য ১০ লাখ টালা পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
ম্যাচ শেষে এ ঘোষণা দেন বাফুফের সহসভাপতি ও জাতীয় টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ ।
ঘোষণাকালে তিনি বলেন, আমরা অনেক খুশি। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন এবং ফেডারেশনের পক্ষ থেকে খেলোয়াড়দের ১০ লাখ টাকা বোনাস দেওয়ার ঘোষণা দিচ্ছি। আগামী মাসেই তারা এ বোনাস পেয়ে যাবেন।
আগামী মঙ্গলবার সফরের দ্বিতীয় প্রীতি ম্যাচে টাইগারদের মুখোমুখি হবে নেপাল। ওই ম্যাচেও বাংলাদেশ দল ভালো খেলবে বলে আশা প্রকাশ করে দর্শকদের মাঠে এসে সমর্থন জানানোর আহ্বান জানান কাজী নাবিল।
Leave a Reply