নেত্রকোণার মোহনগঞ্জ ও বারহাট্টা উপজেলার সিএনজি চালক ও মালিক সমিতির যৌথ কর্মসূচিতে আজ বুধবার (১৮ নভেম্বর) সকাল থেকে মোহনগঞ্জ – নেত্রকোনার সড়ক পথে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
জানা গেছে, নেত্রকোনা বাস মালিক সমিতির বিরুদ্ধে এই অবস্থান কর্মসূচী পরিচালনা করছে সিএনজি মালিক সমিতি মোহনগঞ্জ শাখা।
সিএনজি মালিক সমিতির মোহনগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন এর সাথে কথা হলে তিনি জানান, “দীর্ঘদিন যাবত নেত্রকোনার বাস মালিক সমিতির অন্যায় অত্যাচারে আমরা অতিষ্ঠ। ওরা অন্যায় ভাবে আমাদের মেইন রোডে সিএনজি চলাচল করতে দেয় না। মেইন রোডে গাড়ি চালাতে গেলে তাদেরকে প্রতি গাড়ি প্রতি ট্রিপে ১০০ টাকা চাঁদা দিতে হয়। কোন চালক চাঁদা দিতে অস্বীকার করলে বা প্রতিবাদ করলে সিএনজি চালকদের অন্যায়ভাবে মারধর, গাড়ি আটক ও ভাংচুর করে।
গত ১৫ নভেম্বর সিএনজি চালক মাহবুব মোহনগঞ্জ থেকে যাত্রী নিয়ে নেত্রকোনা গেলে বাস মালিক সমিতির লোকজন তার কাছে চাঁদা দাবী করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে মাহবুবকে মারধর করা হয়। অতর্কিত হামলা ও মারধরে মাহবুব আহত হন। আহত মাহবুবকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
এই ঘটনায় সিএনজি চালকদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। যার ফলে সিএনজি চালক ও মালিক সমিতির উদ্যোগে এই শান্তিপূর্ণ অবরোধ ঘোষণা করে।
এতে জেলা সদর নেত্রকোনার সাথে হাওর অঞ্চলের মোহনগঞ্জ, খালিয়াজুরি ও ধর্মপাশাসহ আশেপাশের কয়েকটি অঞ্চলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
Leave a Reply