জেলার কলমাকান্দা উপজেলায় গুমাই নদীতে বুধবার সকালে এক ট্রলারডুবিতে মৃত্যু হয়েছে এগারো জনের। প্রত্যক্ষদর্শীরা জানান, বড়খাপন ইউনিয়নের রাজনগরে যাত্রীবাহী ট্রলারের সঙ্গে বালুবাহী এক ট্রলারের মুখোমুখি সংঘর্ষ ঘটে।
মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন স্থানীয় প্রশাসন।
প্রশাসনের বরাত দিয়ে জানা যায়, পাশের জেলা সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর বাজার থেকে নেত্রকোনার ঠাকুরাকোনার উদ্দেশে যাত্রা করে যাত্রীবাহী ট্রলারটি। পথে কলমাকান্দার গুমাই নদীর রাজনগর এলাকায় বালুবাহী একটি ট্রলারের সাথে সংঘর্ষ হয়।
গত ৫ আগস্ট নেত্রকোনা জেলার মদন উপজেলাতে হাওরে মর্মান্তিক এক নৌকাডুবিতে ১৮ জনের মৃত্যু হয়েছিল।
Leave a Reply