আন্তর্জাতিক ডেস্ক
বহুল আলোচিত বলিউড অভিনেতা প্রয়াত সুশান্ত সিংহ রাজপুত মৃত্যুর এতদিন পরও কোনো না কোনো ইস্যুতে তিনি খবরে আসছেন। এতদিন মৃত্যুকে কেন্দ্র করে খবর আসলেও আজ আসছে একেবারে ভিন্ন খবর। সুশান্ত সিংহ রাজপুতের মোমের মূর্তি তৈরি করলেন আসানসোলের শিল্পী সুশান্ত রায়। শিল্পীর নিজস্ব সংগ্রহশালায় রাখা হয়েছে সুশান্ত সিংহ রাজপুতেরে এই মূর্তিটি। ইতোমধ্যে এটি দেখতে ভিড় জমাচ্ছেন এলাকাবাসী ও নানা জায়গা থেকে আসা দর্শনার্থীরা। খবর কলকাতার পত্রিকা আনন্দবাজারের।
সুশান্ত রায় জানালেন, সুশান্তের মতো এক জন শিল্পী অকালে আমাদের ছেড়ে চলে গিয়েছেন। শিল্পের প্রতি দায়বদ্ধতা থেকেই তার মূর্তি তৈরি করলাম।
সুশান্ত রায়ের সংগ্রহশালায় আরও রয়েছে পশ্চিবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী জ্যোতি বসু, বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সচিন টেন্ডুলকার, বিরাট কোহালি-সহ নানা বিখ্যাত ব্যক্তির মূর্তি। সদ্য প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মোমের মূর্তি তৈরি করে তাকে তা উপহার হিসেবে দিয়েছিলেন সুশান্তবাবু। পাশাপাশি, কলকাতার একটি বেসরকারি সংগ্রহশালায় সুশান্তবাবুর তৈরি একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বের মোমের মূর্তি স্থান পেয়েছে।
##
Leave a Reply