কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে এবার না ফেরার দেশে পারি জমালেন জনপ্রিয় খল চরিত্রের অভিনেতা সাদেক বাচ্চু। মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। গুণী এই অভিনেতার বয়স হয়েছিল ৬৫ বছর।
ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তীর বরাত দিয়ে জানা গেছে , সোমবার সকাল থেকে দুবার হার্ট ফেল করেছিল তার। তারপর দুপুর ১২টা ৫ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করা হয়েছে।
রবিবার বিকাল থেকেই তাঁকে শতভাগ অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছিল। তাঁকে নিয়ে গঠিত মেডিকেল বোর্ড জানিয়েছিল, তাঁকে নিয়ে ডাক্তারদের কিছুই করার নেই।
ঠাণ্ডা জ্বরে আক্রান্ত হয়ে গত ৭ সেপ্টেম্বর সাদেক বাচ্চু ভর্তি হয়েছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ১১ সেপ্টেম্বর তার করোনা পরীক্ষা করানো হয়। সেখানে তার করোনা ধরা পড়ে। অবস্থার অবনতি হলে তাঁকে মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি কোভিড ইউনিটের আইসিইউতে ভর্তি ছিলেন।
১৯৭৭ সালে বিটিভিতে অভিনয়ের মাধ্যমে তার ক্যারিয়ারের সূচনা হয়েছিল। তার অভিনীত প্রথম নাটক ছিল ‘প্রথম অঙ্গীকার’। মঞ্চ ও টিভি নাটক থেকে তিনি চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন।
চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন সাদেক বাচ্চু ১৯৮৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘রামের সুমতি’ চলচ্চিত্রে ।তিনি বাংলাদেশ ডাক বিভাগের অবসরপ্রাপ্ত কর্মকর্তা।
Leave a Reply