আগামী বছরের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক (এসএসসি ও এইচএসসি) পরীক্ষা দুই মাস পেছানোর কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
সরকারি ও বেসরকারি স্কুলে প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ভর্তি সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে বুধবার (২৫ নভেম্বর) সাংবাদিকদের এ কথা জানান তিনি।
দীপু মনি বলেন, পরীক্ষার আগে অন্তত তিন মাস সংক্ষিপ্ত সিলেবাসে ক্লাস নিতে চাই। আর তাই ২০২১ শিক্ষাবর্ষে এসএসসি ও এইচএসসি পরীক্ষা দুই মাস পিছিয়ে যেতে পারে।
শিক্ষামন্ত্রী জানান, ডিসেম্বরের মধ্যে ফল প্রকাশ করা হবে ২০২০ সালের উচ্চমাধ্যমিকের। তবে ক্লাস শুরুর বিষয়টি এখনই বলা যাচ্ছে না। এটি নির্ভর করছে পরিস্থিতির উপর।
এ বছর স্কুলে ভর্তি হতে কোনো ভর্তি পরীক্ষা নেওয়া হবে না জানিয়ে মন্ত্রী বলেন, প্রথম থেকে নবম পর্যন্ত সব শ্রেণিতেই লটারির মাধ্যমে শিক্ষার্থী বাছাই করে ভর্তি করানো হবে।
আসন্ন বই উৎসবকে কেন্দ্র করে শিক্ষামন্ত্রী বলেন, প্রতিবছরের মতো এবারও পহেলা জানুয়ারিতেই বই উৎসব উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে এ বছর সমাবেশ করে বই বিতরণ করা হবে না। কোন পদ্ধতিতে বই দেওয়া হবে তার নির্দেশনা স্কুলগুলোকে দিয়ে দেওয়া হবে।
Leave a Reply