‘‘আসিতেছে শুভ দিন, দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা, শুধিতে হইবে ঋণ’’ অমর কবি কাজী নজরুল ইসলামের কুলি-মজুর কবিতার এই অংশ বিশেষ যেন সবকালের জন্য সত্য।
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস কোভিড-১৯ সংক্রমণে সারাবিশ্ব থমকে দাঁড়িয়েছে। থমকে দাঁড়িয়েছে আমাদের বাংলাদেশও। থমকে গেছি আমরাও। কিন্তু এর শেষ কোথায়? আমাদের পরিণতি কী? সামনের দিনগুলোর জন্য কতটুকু প্রস্তুত আমরা? কে দিবে এই প্রশ্নের উত্তর? নানা পেশাজীবী ছুটছে গ্রামের দিকে। কিছু পেশাজীবী অন্তহীন টেনশন নিয়ে আছেন কর্মস্থলে। কিছু উদ্যোক্তা পূঁজি হারিয়ে ইতোমধ্যেই পথে বসে গেছে। সম্মুকযোদ্ধা হিসেবে গণমাধ্যমকর্মীরা পাচ্ছেন অনিয়মিত সেলারি। কোথাও কোথাও সেলারি বন্ধ হয়েছে; চলছে কর্মী ছাটাইও। কীভাবে চলবে তাদের সংসার। এই পরিস্থিতিতে বেকার মানুষগুলোর কর্ম কোথায় মিলবে? বসে বসে-ইবা কতদিন খাবে। এই পরিস্থিতি সামলাতে সরকার-ই বা কতটুকু প্রস্তুত। এতসব প্রশ্ন নিজের কাছে নিজেই করতে গিয়ে ক্লান্ত হয়ে যাচ্ছি আমরা। যেন চারদিক থেকে তেড়ে আসছে দম বন্ধকরা অন্ধকার। রোগাক্রান্ত হয়ে মৃত্যু-ভয়ের চেয়ে ঠিকে থাকার লড়াই যেন আরও কষ্টকর। আর তাই রেড-জোন, লকডাউন নামক একাডেমিক শব্দ থেকে বের হয়ে পৃথিবীর সবাই যেন বলতে চাচ্ছে ‘সবকটা জানালা খুলে দাও না…’।
Leave a Reply