ধানবোঝাই একটি ট্রলি উলটে গিয়ে খাদে পড়ে আট জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ঘটা এ দুর্ঘটনায় আহত হয়েছেন ৫ জন।
জানা গেছে,বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে উপজেলার বারিক বাজারের গাজিপুর ভাঙাসাকো এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতদের মধ্যে তিনজনের নাম পরিচয় জানা গেছে। তারা হলেন-শিবগঞ্জ উপজেলার বালিদিঘী এলাকার মৃত নওশাদ আলীর ছেলে আ. কাশেম, ইয়ান আলীর ছেলে মো. বাবু ও তাজামুল হক।নাম জানার ব্যাপারটি নিশ্চিত করেছেন শিবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সিরাজউদ্দিন।
পুলিশ সূত্রে জানা গেছে, ধান বোঝাই করে একটি ট্রলি জেলার নাচোল উপজেলার দিকে যাওয়ার সময় উল্টো দিক থেকে আসা একটি গাড়িতে পাশ কাটাতে গিয়ে খাদে পড়ে যায়। এ সময় ট্রলি ও ধানের বস্তার তলে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান ৬ জন।
আহত আরও ৭ জনকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথেই মারা যান আরও একজন। আহত ৬ জনের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান চিকিৎসক। উন্নত চিকিৎসার জন্য তাদের সদর হাসপাতালে পাঠানো হয়। পরে আহতদের মধ্যে আরো ১ জনের মৃত্যু হয়।
Leave a Reply