আত্মীয়ের বাসায় বেড়াতে গিয়ে চট্টগ্রামে এক তরুণী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।রবিবার (২৭ সেপ্টেম্বর) চট্টগ্রামের আগ্রাবাদের সুপারিওয়ালা পাড়ায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
ধর্ষণে সহযোগিতার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ। তবে মূল অভিযুক্ত এখনো পলাতক আছে। পুলিশ জানিয়েছে, তাঁকে আটক করার চেষ্টা চলছে।
পুলিশ সূত্রে জানা গেছে,ফেনী থেকে চট্টগ্রামে চাচার বাসায় বেড়াতে আসেন এক তরুণী। তার চাচাতো বোনের এক বান্ধবীর সাথে গত রাত ৮টার দিকে সুপারিওয়ালা পাড়ায় বেড়াতে আসেন তিনি। পাশের বাসায় চান্দু মিয়া নামে একজন থাকে। এক পর্যায়ে ওই তরুণীকে বাসায় নিয়ে ধর্ষণ করে চান্দু মিয়া।
পুলিশ জানায়, এ ঘটনায় সহযোগিতা করার অভিযোগে সোমবার ভোরে ওই এলাকা থেকে দুজনকে আটক করা হয়েছে। তারা হলেন- নুরী আক্তার ও তার স্বামী মোহাম্মদ অন্তর।
ওই তরুণীকে রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মেডিকেল রিপোর্ট পাওয়ার পর মামলা করা হবে বলে জানান তিনি।
Leave a Reply