ভক্তের মোবাইল ফোন ভাঙা এবং কলকাতায় একটি অনুষ্ঠানের উদ্বোধনের ভুল ছবি প্রকাশ পাওয়ায় মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগায় ভিডিওর মাধ্যমে ক্ষমা চাইলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
ইউটিউবে সাকিবের নিজের আপলোড করা ৭ মিনিট ৫৩ সেকেন্ডের এক ভিডিওতে সাকিব সবার কাছে ক্ষমা চেয়েছেন। ভিডিওর শুরুতেই সাকিব বলেন, এই ভিডিওটি করার দুটি উদ্দেশ্য প্রথমটি ফোন ভাঙা নিয়ে।
সাকিব বলেন, আমি আসলে বুঝতে পারি না অন্য একজনের ফোন ভাঙলে আমার কি লাভ। যার ফোন ভাঙা নিয়ে কথা হচ্ছে তার ফোনটি আমি কখনোই ইনটেশনালি ভাঙিনি। যেহেতু করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করছিলাম,নিজেকে সেফ রেখে চলার চেষ্টা করছিলাম। অনেক মানুষ ছিল ওখানে, সবাই চেষ্টা করছিল ছবি তুলতে। আমি চেষ্টা করছিলাম তাদের কাছে না গিয়ে কিভাবে আমি আমার ইমিগ্রেশনের কাজগুলো সম্পন্ন করতে পারি।
বিশ্বসেরা অলরাউন্ডার জানান, স্বাভাবিকভাবেই উৎসুক একজন ছবি তুলতে আমার শরীরের উপর এসে পড়লো। আমি তাঁকে সরিয়ে দিতে যাই এবং তার হাতের সাথে আমার হাতটি লেগে তার ফোনটি পড়ে ভেঙে যায়। তার ফোন ভাঙার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু আমার মনে হয় তারও সাবধানতা অবলম্বন করা উচিত ছিল। করোনার সময়ে সবারই সাবধানতা অবলম্বন করা উচিত।
মন্দিরে পূজা উদ্বোধনের ব্যাপারটি সাকিব আল হাসান খোলাসা করেছেন এই ভিডিওতে। তিনি বলেন, আমি নিজেকে একজন গর্বিত মুসলমান মনে করি। আমি চেষ্টা করি পালন করার। ভুল ত্রুটি হবেই। আমি কোন ভুল করে থাকলে এবং আপনাদের মনে কষ্ট দিয়ে থাকলে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি।
সাকিব জানান তিনি কলকাতায় পূজা উদ্বোধনের জন্য যাননি। গিয়েছিলেন অন্য একটি অনুষ্ঠানে যেটি ছিল পূজা মন্ডপের পাশেই। সেই অনুষ্ঠানস্থলে যেতে পূজা মন্ডপ পার হয়ে যেতে হয়। সেখান দিয়ে যাওয়ার সময় সাংবাদিক এবং শুভানুধ্যায়ীদের অনুরোধে সাকিব সেখানে প্রদীপ প্রজ্জ্বলন করেন এবং একটি ছবি তোলেন। সেই ছবিটিই ভাইরাল হয়ে যায়।
সাকিব বলেন, পূজা উদ্বোধন করা হয়েছিল আমার যাবার অনেক আগেই। আমার অনুষ্ঠান শেষে ফেরার পথে অনেকগুলো রাস্তা বন্ধ ছিল। তাই আমাকে পূজার মন্ডপের রাস্তা দিয়ে ব্যাক করতে হয়েছিল। আমি আসলে পূজার কারণে কলকাতায় যাইনি। দুই মিনিটের সেই সময়ের ছবির জন্য সবাই মনে করছেন আমি সেখানে পূজা উদ্বোধন করতে যাইনি।
ভিডিওতে সাকিব জানান, আমি সবার ভুলটা ভাঙতে জানাতে চাই পূজা উদ্বোধন করেছিলেন ফিরহাত হাকিম, প্রশাসনিক প্রধান, কলকাতা পৌরসভা এবং মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার।
বিশ্বসেরা অলরাউন্ডার বলেন, আমার মনে হয় ইসলাম একটি শান্তির ধর্ম। আমি এমন কিছুই করবো না যাতে আমার ধর্ম ছোট হয়। আর সবার কাছে অনুরোধ করবো, সবাই সবার জায়গা থেকে নিজের দায়িত্বটুকু পালন করবেন।
ভিডিওর শেষে সাকিব আবারও ক্ষমা চান এবং তার নাম নিয়ে বিকৃতি না করতে অনুরোধ করেন।
Leave a Reply