বাংলাদেশে এই মুহূর্তে অনলাইন গণমাধ্যমের সংখ্যা পঞ্চাশ প্রায় হাজার। প্রতি মুহূর্তেই এর সংখ্যা বাড়ছে। তবে গুণগত মানের অনলাইন গণমাধ্যম হাতেগোনা। বিরাট সংখ্যাক অনলাইন যেমন মানুষের মাঝে বিভ্রান্তির সৃষ্টি করছে। আবার কিছু অনলাইন ভালোর সঙ্গে থেকে মানুষকে আলোর পথ দেখাচ্ছে। আমরাও আলোর পথের সঙ্গী হতে চাই।
আমাদের ‘‘স্লোগান বাংলা ছুঁয়ে বিশ্বে’’। স্বাভাবিক দৃষ্টিকোন থেকে প্রশ্ন আসতে পারে এই স্লোগান আমাদের সাধ্যের চেয়ে বেশি হয়ে গেলো কিনা। আসলে আমরা আমাদের লক্ষ্যের কথা বিবেচনা করেই এই স্লোগান নির্ধারণ করেছি। প্রতিশ্রুতি দিচ্ছি আমরা আমাদের লক্ষ্যেই পৌঁছবই। বর্তমান পরিবেশ ও প্রতিবেশ বিবেচনায় সে লক্ষ্যে পৌঁছানো হয়তো এত সহজ নয়। আমরা ‘কঠিনেরে ভালোবেসেই’ এগুতে চাই। আপনাদের কাছে সত্য সংবাদ তুলে ধরতেই আমাদের এই প্রয়াস। আমাদের এই যাত্রাপথে আপনাদের সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা প্রয়োজন। তাই আশা করতেই পারি এই দূর্গম পথে আপনাদের পাশে পাবো। জয় হোক মানুষের, জয় হোক গণমাধ্যমের।
Leave a Reply