বাংলা চলচ্চিত্রের কালজয়ী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় করোনায় আক্রান্ত হয়ে না ফেরার দেশে পারি জমিয়েছেন। তাঁকে হারিয়ে স্তব্ধ হয়ে আছে পশ্চিমবঙ্গের সংস্কৃতি অঙ্গন। বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনেও এর ছায়া পড়েছে।
বাংলাদেশের অভিনেতা ওমর সানীও স্মৃতিকাতর হয়ে পড়েছেন গুণী এই শিল্পীকে হারিয়ে। সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে দুটি সিনেমায় অভিনয় করার সুযোগ হয়েছিল বাংলাদেশের এক সময়ের এই জনপ্রিয় নায়কের।
সৌমিত্র চট্টোপাধ্যায়কে স্মরণ করে সেসব সময়ের স্মৃতিচারণ করে লিখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।
ওমর সানী তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘সৌমিত্রদা একটা ইতিহাস। ভারতবর্ষের অভিনয়ের একটা ডিকশনারি। আমার সৌভাগ্য হয়েছিল কলকাতার লোকাল প্রোডাকশনের দুইটা ছবি করার। কো আর্টিস্ট হিসেবে দাদাকে পেয়েছিলাম। উনাকে দেখার পর আমি তাকিয়ে থাকতাম।
আমাকে বলতেন, ‘কিরে কি দেখছিস?’ আমি বলতাম, ‘দাদা তোমাকে দেখি, আমার এত বড় সৌভাগ্য হলো তোমার সাথে অভিনয় করার। আমার জীবন সার্থক।’
সানি আরও লেখেন, ‘সচরাচর প্রম্পটিং শুনে আমরা অভিনয় করি। উনি আমাকে ডাকলেন, বললেন, ‘কিরে তোর মাথায় কিছু নেই রে শুধু গোবর!’ আমি লজ্জায় মাথা নত করতাম। অভিনয় করার সময় শুধু পানি খেতাম। আমাকে বলতেন, ‘কিরে এত পানি খাচ্ছিস কেন? কোন প্রবলেম?’আমি বলতাম,’না দাদা। তোমাকে দেখে আমার গলা শুকিয়ে যায়। অট্টহাসি দিতেন এবং আদর করতেন।
ওমর সানী তার অপূর্ণ ইচ্ছে নিয়ে লিখেন, অনেক বছরের গ্যাপ,খুব ইচ্ছে ছিল কলকাতায় গিয়ে দাদার আশীর্বাদ নিয়ে আসব। আর হলো না। দাদা তোমার প্রতি আমার শ্রদ্ধা। পুরো বাংলা ভাষাভাষী মানুষের শ্রদ্ধা…’।
Leave a Reply