বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানিয়েছেন, এ বছর বিগত সব বছরের চেয়ে সর্বোচ্চ পরিমাণ পেঁয়াজ আমদানি করা হবে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট প্রতিনিধিদলের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, ‘পাশের দেশ ভারতেও পেঁয়াজের দাম এরই মধ্যে বেড়ে গেছে। আমাদের দেশের বাজারেও এর ছোঁয়া লাগতে শুরু করেছে। এজন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে এ বছর রেকর্ড পরিমাণ পেঁয়াজ আমদানি করা হবে।’
বাণিজ্যমন্ত্রী আরও বলেন, “ ইতোমধ্যে পেঁয়াজ আমদানিতে ৫ শতাংশ শুল্ক প্রত্যাহারের জন্য চিঠিও দেয়া হয়েছে। আশা করছি দ্রুতই শুল্ক প্রত্যাহার করা হবে।”
সাংবাদিকদের তিনি জানান, আজই বাণিজ্য মন্ত্রণালয় থেকে বেশ কয়েকটি টিম বেনাপোল ও হিলিতে গিয়ে আমদানির কী অবস্থা পর্যবেক্ষকণ করে আসবে। বাজারে একটু দাম বেড়েছে। মূলত বন্যার কারণে সরবরাহে ঘাটতি তৈরি হয়েছিল। আমরা খুব চেষ্টা করছি সমাধান করার।
চলতি মাসের ১৩ তারিখ থেকে টিসিবি বড় পরিসরে ন্যায্যমূল্যে পেঁয়াজ বিক্রি শুরু করবে বলেও জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
Leave a Reply