উদযাপিত হলো এ সময়ের জনপ্রিয় সংগীত শিল্পী ও সঙ্গীত পরিচালক আতিক ডালিমের জন্মদিন। গত ১২ অক্টোবর ছিল গুণী এ শিল্পীর জন্মদিন। এ উপলক্ষে তাঁর ভক্ত, শুভানুধ্যায়ী ও বন্ধুদের আয়োজনে উদযাপিত হয় জন্মদিন।
জনপ্রিয় শিল্পী আতিক ডালিম সেভ দ্যা বাংলাদেশ মিউজিক ইন্ড্রাস্টির সদস্য সচিব ।
এ পর্যন্ত অসংখ্য সিনেমার গানে সঙ্গীত পরিচালনা করেছেন তিনি। এর মধ্যে উল্লেখযোগ্য হলো -তুমি আসবে বলে ভালোবাসবে বলে, এক জনমের ভালোবাসা, অচেনা প্রেম, স্টুপিড ইত্যাদি। বর্তমানে গান গাওয়ার পাশাপাশি সঙ্গীত পরিচালনা নিয়েই ব্যস্ত রয়েছেন আতিক ডালিম।
জন্মদিনে ভক্তদের চমকে দিতেই জমকালো আয়োজনে মোড়ক উন্মোচন করেছেন আতিক ডালিমের ফিচারে আল-আমিন প্রেজেন্টস (ডিএমএমএল)-এর চতুর্থ মিক্সড এলবাম “অচেনা প্রেম” এর।
কথা, সুর ও সঙ্গীতের পাশাপাশি ৪টি গানে কণ্ঠ দিয়েছেন তিনি এই অ্যালবামে।
এলবামটিতে আরও কণ্ঠ দিয়েছেন ন্যান্সি, এস আই টুটুল, পলক, মুন, হেমা, রিমন, ফ্লোরার মত তারকা শিল্পীরা।
আতিক ডালিম জন্মদিনে ভক্তদের উদ্দেশে বলেন, জন্মদিনে অসংখ্য মানুষের ভালোবাসায় আমি মুগ্ধ। এবারের জন্মদিনে সবচেয়ে আনন্দের সময় কেটেছে আমার।
সবার কাছে একটা দুয়াই চাই সুরের মাঝে যেন আমার সময় কাটে। সুরেই যেন বেঁচে থাকি। কোভিড-১৯ এর এই দুঃসময়েও যারা সঙ্গীতের সাথে ছিলেন তাদের প্রতি ভালোবাসা।
Leave a Reply