নিজস্ব প্রতিবেদক
চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পরী মনি। করোনাকালে ব্যস্থ সময় পাড় করছেন তিনি। গতকালেও জ্বরের মধ্যে ঘরে বসে নানা কাজ করেছেন। নানান কাজের পরিকল্পনা করেছেন। এরমধ্যে গণমাধ্যমে তিনি বলেছেন আজ ২৪ অক্টোবর শনিবার প্রাণ খুলে হাসবেন। আজ কেনো প্রাণ খুলে হাসবেন পরী মনি? কারণ আজ তার জন্মদিন। জন্মদিনে বন্ধু-সহকর্মী ও স্বজনদের নিয়ে তিনি আনন্দে মেতে উঠবেন।
এবারের জন্মদিন উপলক্ষে রাজধানীর একটি অভিজাত পাঁচতারকা হোটেলে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এবারের জন্মদিন প্রসঙ্গে পরীমনি বলেন, করোনার কারণে বিগত কয়েক মাস প্রাণখুলে হাসতে পারিনি। এবারের জন্মদিনটি উদযাপনের কোনো ইচ্ছে ছিল না। কিন্তু স্বাস্থ্যবিধি মেনে জন্মদিন বিশেষভাবে উদযাপন করা যেতেই পারে। কিছুটা হলেও মানসিক প্রশান্তি পাওয়া যাবে, প্রিয় প্রিয় মুখগুলোর সঙ্গে দেখা হবে, গল্প হবে, আড্ডা হবে, প্রাণখুলে একটু হাসতেও পারব ইনশাল্লাহ। আর এবারের জন্মদিনে প্রকৃতির প্রতি ভালোবাসা রেখে জন্মদিনের ড্রেস কোড রেখেছি সবুজ রংকে প্রাধান্য দিয়ে। গত কয়েক বছর ধরে পরীমনি তার জন্মদিনের সকালটা কিছু সুবিধাবঞ্চিত শিশুদের জন্য উৎসর্গ করেন। তাদের নিয়ে কেক কাটেন, বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করেন অর্থাৎ তাদের সঙ্গে আনন্দ ভাগ করেন। এবারও তার ব্যতিক্রম হবে না বলে জানান তিনি।
##
Leave a Reply