বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি এবং ফরিদপুরে আওয়ামী লীগের অফিস ভাঙচুরের মামলায় পাঁচজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
জানা গেছে, ফরিদপুরের ৩নং আমলি আদালতের বিচারক মো. ফারুক হোসাইন সোমবার (২৩ নভেম্বর) দুপুরে তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।
কারাগারে যাওয়া আসামিরা হলেন, আব্দুস সালাম (৬০), মো. রাজু খান (৩৫), শাহ মো. মেহেদি হাছান (২৫), মিলন মোল্যা (৩৮) ও শেখ সুজন (২২)।
মামলার সূত্রে জানা যায়, চলতি বছরের ১৯ জুলাই সন্ধ্যায় নগরকান্দা উপজেলার তালমা মোড়ে অবস্থিত আওয়ামী লীগের পার্টি অফিস, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর করা হয়। সে সময় বেশ কয়েকজন আহত হওয়ার ঘটনাও ঘটে।
এ ঘটনায় গত ২১ জুলাই বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন পাটোয়ারী বাদী হয়ে নগরকান্দা থানায় ৪২ জনের নাম দিয়ে এ মামলাটি দায়ের করেন।
Leave a Reply